মিয়াজান কবীর

  ২২ নভেম্বর, ২০২৩

চন্দ্রদিঘলিয়ার ছেলে

ছবি : প্রতিদিনের সংবাদ

মধুমতি নদীর পাড়ে চন্দ্রদিঘলিয়ার গাঁয়ে

বিংশ শতাব্দীর ষাটদশকে

আপনি জন্মেছেন এই শ্যামল বাংলায়।

চন্দ্রকলার মত বেড়ে ওঠেছেন

সবুজে ঘেরা সোঁদা মাটির বুকে,

শুনেছেন পাখির কাকলি

দেখেছেন মানুষে-মানুষে অপূর্ব ভালবাসা

তাইতো আপনার হৃদয় এত নির্মল,

এমন মানবীয় আপনি।

কর্মজীবনে আপনার সহমর্মিতায় নিপীড়িতজন

পেয়েছে সান্ত্বনা, দেখেছে আশার আলো,

আপনি হয়ে ওঠেছেন

একজন জনবান্ধব পুলিশ।

মানবতা আর সাহসিকতায় পেয়েছেন

পুলিশ বাহিনীর সর্বোচ্চ খেতাব।

মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলেছেন

‘পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর’,

লিখেছেন ‘মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ’ নামে

স্বাধীনতা যুদ্ধের রক্তাক্ত ইতিহাস!

বেদেদের হারিয়ে যাওয়া ভাষা নিয়ে

আপনার গবেষণার ফসল ‘ঠার’ হয়ে ওঠেছে

একটি অনবদ্য দলিল।

এই অনন্য সাধনায় পুরস্কার স্বরূপ

‘আন্তর্জাতিক মাতৃভাষা পদকে’ হয়েছেন ভূষিত।

বাংলার লোকজ ঐতিহ্যধারাকে রূপায়নে

গড়ে তুলেছেন ‘বুটিক হাউস’।

অবহেলিত তৃতীয় লিঙ্গের আত্মন্নোয়নে প্রতিষ্ঠা করেছেন

‘উত্তরণ কর্মসংস্থান প্রশিক্ষণ কেন্দ্র’।

আপনি একজন জনবান্ধব পুলিশ

একজন সমাজসেবক, পথিকৃৎ গবেষক,

আপনার সাফল্যগাঁথা

বাংলার মানুষের অন্তরের চিত্রপটে আঁকা,

যা ভাস্বর হয়ে থাকবে চিরদিন।

কবি ও সাহিত্যিক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান,মিয়াজান কবীর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close