মৌলভীবাজার প্রতিনিধি

  ১১ জুন, ২০২৪

মৌলভীবাজারে বানের পানিতে দুই শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের জুড়ীতে বানের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১০ জুন) বিকেলের দিকে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মনতইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতদের বাড়ি জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের মনতইল গ্রামের বিল্লাল মিয়ার ছেলে রানা মিয়া (১০) ও নিকটবর্তী গুচ্ছগ্রামের ফারুক মিয়ার ছেলে রানা আহমদ (৯)। তারা স্থানীয় কে বি এহিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করছিল।

জানা যায়, সোমবার বিকেলের দিকে রানা মিয়া ও রানা আহমদ বাড়ির পাশে ধানের জমিতে মাছ ধরতে যায়। ওই জমি বন্যার পানিতে তলিয়ে ছিল। এছাড়া জমির মধ্যে মাছের জন্য খুদাই করে রাখা গর্তে পড়ে যায় তারা। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রানা মিয়াকে মৃত ঘোষণা করেন। অপরদিকে রানা আহমেদকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (১১ জুন) জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুদ্দিন ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মৌলভীবাজার,জুড়ী,পানিতে ডুবে শিশুর মৃত্যু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close