লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

  ১১ জুন, ২০২৪

চট্টগ্রামের লোহাগাড়া

পাহাড়ের মাটি কেটে ভাটায় বিক্রি, হুমকিতে বসতঘর

লোহাগাড়ার চরম্বা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জান মো. পাড়ায় কাটা পাহাড়ের মাটি।ছবি: প্রতিদিনের সংবাদ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জান মো. পাড়ায় নির্বিচারে পাহাড়ের মাটি কাটছে স্থানীয় প্রভাবশালীরা। পাহাড় কেটে মাটিগুলো ইটভাটায় বিক্রি করছে। এতে হুমকিতে রয়েছে পাহাড়ের ওপরে থাকা বেশ কয়েকটি বসতঘর। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুন লায়েল।

সরেজমিনে দেখা গেছে, পাহাড় কাটার দৃশ্য যাতে কারও চোখে না পড়ে সেজন্য রাতেই পাহাড় কাটা শুরু করে। স্থানীয় এলাকাবাসী ও প্রশাসন থেকে পাহাড় কাটার ঘটনা আড়াল করতে রাতে স্কাভেটর মেশিন দিয়ে মাটি কেটে ডেম্পার গাড়ি দিয়ে পাহাড়ের মাটি বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হচ্ছে বলে স্থানীয়রা জানান। পাহাড় কাটার ফলে ১০-১২টির মত পরিবার ঝুঁকিতে বসবাস করছে।


  • যারা পাহাড় কাটছে তারা বেশ প্রভাবশালী জানান স্থানীয়রা
  • এ বিষয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)

স্থানীয় বাসিন্দারা জানান, যারা পাহাড় কাটছে তারা এলাকার প্রভাবশালী। তাদের ভয়ে কেউ সহজে নাম উল্লেখ করতে সাহস পাচ্ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক পাহাড়ের পার্শ্ববর্তী বসবাসরত এক ব্যক্তি জানান, পাহাড়টির আয়তন অনেক বড়। প্রায় সপ্তাহখানিক আগে রাতের আঁধারে পাহাড়টি কেটে ডাম্পার দিয়ে ইটভাটায় বিক্রি করছে প্রভাবশালীরা।

লোহাগাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুন লায়েল জানান, পাহাড় কাটার খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন তিনি। পাহাড় কাটা সম্পূর্ণ অপরাধ। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম,লোহাগাড়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close