কক্সবাজার প্রতিনিধি

  ১১ জুন, ২০২৪

বাবার সঙ্গে বিরোধে শিশুকে মারধর, গ্রেপ্তার ৩

ছবি: প্রতীকি

কক্সবাজারের উখিয়ায় বাবার সঙ্গে পূর্ব শত্রুতার জেরে টমটমের ওপর বেঁধে শিশুকে মারধরের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ জুন) রাতে উখিয়ার মরিচ্যা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ফরিদুল আলম, খাইরুল ইসলাম ও শফিউল করিম। তারা তিনজনই উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যার বাসিন্দা। মঙ্গলবার (১১ জুন) সকালের দিকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন।

ওসি শামীম হোসেন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি শিশুকে মারধর করার ভিডিও-চিত্র দেখে আসামীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আহত শিশুর বাবা আব্দুল শুক্কুর বাদী হয়ে উখিয়া থানায় ৬ জনের নাম উলে¬খ করে অজ্ঞাতনামা আরো ৩ থেকে ৪ জনের বিরুদ্ধে মামলা করেন।

এদিকে মারধরের শিকার শিশুটির বাবা আব্দুল শুক্কুর জানান, ৫০০ টাকা নিয়ে পান কিনতে তার মায়ের সঙ্গে বাজারে যায় শিশুটি। সেখানেই তার বাবার সঙ্গে পূর্ব শত্রুতার জেরে আসামীরা তাকে চুরির অভিযোগে টমটমের ওপর বেঁধে মারধর করে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কক্সবাজার,উখিয়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close