কয়রা (খুলনা) প্রতিনিধি

  ১১ জুন, ২০২৪

কয়রায় ৩ মন হরিণের মাংস উদ্ধার

সুন্দরবন থেকে ৩ মন ১০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বন বিভাগ। গত সোমবার রাত সাড়ে ৩ টায় সুন্দরবন খুলনা রেঞ্জের শাকবাড়ীয়া টহল ফাঁড়ির আওতাধীন চালকি নদীর দুই সতিনির খাল এলাকা থেকে এসব মাংস উদ্ধার করা হয়। এ সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারিরা সুন্দরবনের ভেতরে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ১টি নৌকাসহ হরিণ ধরার সরঞ্জাম জব্দ করেছে বন বিভাগের সদস্যরা।

বন বিভাগ জানায়, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল ও শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলামের নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে রাত সাড়ে ৩টায় চালকি নদীর ২ সতিনির এলাকা থেকে ৩ মন ১০ কেজি হরিণের মাংসসহ ১টি নৌকা জব্দ করা হয়েছে।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। তবে এ ঘটনার সফঙ্গ জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। উদ্ধার করা হরিণের মাংস আদালতের অনুমতিক্রমে মাটিতে পুতি বিনষ্ট করা হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close