গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

  ১০ জুন, ২০২৪

গুরুদাসপুরে আরও ১৯৮ ভূমিহীন-গৃহহীন পাচ্ছে উপহারের ঘর

ছবি: প্রতিদিনের সংবাদ

আশ্রায়ণ প্রকল্পের পঞ্চম পর্যায়ের ২য় ধাপে নাটোরের গুরুদাসপুরে আরও ১৯৮ গৃহহীন ও ভূমিহীন পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর। রবিবার (৯ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা আক্তার।

ইউএনও সালমা আক্তার জানান, আগামী মঙ্গলবার (১১ জুন) প্রধানমন্ত্রী সারা দেশের ১৮৮ উপজেলায় একযোগে ১৮ হাজার ৫৬৬টি ঘর হস্তান্তর করবেন। যার মধ্যে গুরুদাসপুরের ১৯৮টি ঘর রয়েছে। এরমধ্যে মশিন্দা ইউনিয়নের বিল-ব্যাসপুরে ২১টি, দশ নম্বর সেতু সংলগ্ন এলাকায় ১৯টি, ধানুড়ার কোলা মেীজায় ৬০টি, চাপিড়ার চক দিঘলিতে ৯৮টি ঘড় রয়েছে। এর নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রী চলমান আশ্রয়ণ-২ প্রকল্পের মেয়াদ জুন ২০২৫ পর্যন্ত বর্ধিত করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজেদুর রহমান, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ, মডেল প্রেসক্লাবের সভাপতি মাজেম আলীসহ উপজেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আশ্রায়ণ প্রকল্প,প্রধানমন্ত্রীর উপহার,নাটোরের গুরুদাসপুর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close