মাসুম বিল্লা, শালিখা (মাগুরা)

  ১০ জুন, ২০২৪

বিদেশি ফলের সঙ্গে বাড়ছে দেশি ফলের দাম

ছবি: প্রতিদিনের সংবাদ

মাগুরার শালিখায় আপেল, আঙ্গুর, বেদেনা, কমলালেবু, খাজুরসহ নানাবিধ বিদেশি ফলের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পেয়ারা, আম, কাঠাল, জাম, লিচু, সবেদা, পেঁপে, বাতাবি লেবুসহ নানা দেশি ফলের দাম। দেশি ফলের উৎপাদন হ্রাস, উৎপাদনের তুলনায় চাহিদা বেশি, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম এবং বাজার তদারকির অভাব, তাই এমন হচ্ছে ধারনা স্থানীয় বাসিন্দাদের।

সরেজমিনে উপজেলা সদর আড়পাড়া বাজারের বিভিন্ন ফলের দোকানে দেখা গেছে, বিদেশি ফলের পাশাপাশি নানা ধরনের দেশি ফলের পসরা সাজিয়ে বিক্রি করছেন ফল বিক্রেতারা। যেখানে প্রতি কেজি আপেল বিক্রি হচ্ছে ২০০-৩০০ টাকা, বেদেনা ২৮০-৩৬০ টাকা, আঙ্গুর ৩০০ টাকা, মালটা ও কমলালেবু- ২৮০-৩০০ টাকা সেখানে দেশি ফল পেয়ারা কেজি প্রতি বিক্রি হচ্ছে ১০০ টাকা, জাম-২০০ টাকা, আম-১০০-৩০০ টাকা, লিচু প্রতি বান্ডল ১৬০ টাকা, সবেদা-প্রতি পিস ১৫-২০ টাকা। চাহিদা থাকায় বাগানের আঁটিসার আঁশফলও বিক্রি হচ্ছে বান্ডল প্রতি ৬০-৭০ টাকা।

এদিকে আরো জানা গেছে, দেশি ফলের মধ্যে তুলনামূলকভাবে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে জাম। জাম গাছ কমে যাওয়ায় অপরিপক্ক লালচে জামও বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৫০ টাকা। এ ছাড়া একটি পাকা বেল-৭০, পাকা পেঁপে ১০০-১৫০ টাকা, বাতাবি লেবু ৬০-৭০ টাকা, কাঠাল- ১০০-২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। দেশি ফলের মূল্য বৃদ্ধি পেলেও সুবিধা পাচ্ছেন না উৎপাদকরা। সুবিধার ঝোলা এখন মধ্যস্বত্বভোগীদের পকেটে।

রোস্তম কাজী, রুমান মীরসহ একাধিক বিক্রেতা জানান, এ বছর আম, জাম, লিচু ও পেঁপের উৎপাদন ভালো না হওয়ায় এবং বিদেশি ফলের তুলনায় বেশি ফলের চাহিদা বেশি থাকায় দেশি ফলের দাম অন্য বছরের তুলনায় এ বছর একটু চড়া। এ ছাড়া উৎপাদকের কাছ থেকে বাজার অবধি আনতে খরচ বেশি পড়ছে তাই বাধ্য হয়েই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

অপরদিকে ইমরান, সাইফুল, চঞ্চল মাহমুদসহ কয়েকজন ক্রেতা জানান, কয়েক বছর আগেও দেশি ফল বিক্রি হতো বিদেশি ফলের এক-তৃতীয়াংশ মূল্যে। এখন যা অর্ধেকেরও বেশি। কোনোটি আবার কাছাকাছি মূল্য প্রায়। দিন দিন দেশি ফলের এমন মূল্য বৃদ্ধি পেলে ভিটামিনের ঘাটতির পাশাপাশি ফর্মালিনযুক্ত বিদেশি ফলের কদর বেড়ে যাবে বলেও মনে করছেন তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন জানান, দেশি ফলের কদর বাড়ছে এটি আমাদের জন্য এক প্রকার সুখবর। তবে উৎপাদনের তুলনায় দেশি ফলের প্রতি মানুষের চাহিদা বৃদ্ধি ও মধ্যস্বত্বভোগীরা সুবিধা লুটে নেওয়ার ফলে দেশি ফলের দাম বৃদ্ধি পাচ্ছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মাগুরার শালিখা,বাড়ছে ফলের দাম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close