মদন (নেত্রকোণা) প্রতিনিধি

  ১০ জুন, ২০২৪

মদনে ঘুর্ণিঝড়ে ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি 

ছবি: প্রতিদিনের সংবাদ

নেত্রকোনার মদন উপজেলায় ঘুর্ণিঝড়ে ঘর বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার (৯ জুন) রাতে তিয়শ্রী ইউনিয়নের দড়িবিন্নী গ্রামে ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে অনেকের বসতঘরসহ শতশত গাছ পালা ও বিদ্যুতের পিলার ভেঙ্গে পড়ে। বিদ্যুৎবিহীন হয়ে পড়ে পুরো গ্রাম।

জানা গেছে, এ সময় দড়িবিন্নী গ্রামের উত্তর পাড়ার বাসিন্দা রিয়াজ উদ্দিন (৬০) নামে এক ব্যক্তি আহত হয়েছে। তার ৩টি ঘর ঘূর্ণিঝড়ে উড়িয়ে নিয়ে গেছে। এতে আনুমানিক প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া একই গ্রামের খোকন মিয়া, রায়হান মিয়া, তাজ মিয়া, নুর জাহান ও আব্দুর রহমানের কয়েকটি বসতঘর ঘূর্ণিঝড়ে ভেঙ্গে পড়েছে।

তিয়শ্রী উইপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমান এ বিষয়ে জানান, ঘটনাস্থল তিনি অত্র ওয়াডের ইউপি সদস্যকে নিয়ে পরিদর্শন করেছেন। গভীর রাতে ঘূর্ণিঝড়ে ৭টি পরিবারের বসতঘর লন্ডভন্ড হয়ে গেছে। উপজেলা নির্বাহী মহোদয়কে দ্রুত সরকারি সহযোগিতা করার জন্য অনুরোধ করেছেন তিনি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নেত্রকোনার মদন,ঘুর্ণিঝড়,ব্যাপক ক্ষয়ক্ষতি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close