খাগড়াছড়ি প্রতিনিধি

  ১০ জুন, ২০২৪

আম পরিবহনে অতিরিক্ত টোল আদায়, প্রতিবাদে মানববন্ধন

আম পরিবহনে অতিরিক্ত টোল আদায় প্রতিবাদে মানববন্ধন -প্রতিদিনের সংবাদ

আম পরিবহনে তিন প্রতিষ্ঠানের অতিরিক্ত টোল আদায় ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে খাগড়াছড়ি ফলদবাগান মালিক সমিতি ও সম্মিলিত কৃষক সমাজসহ বিভিন্ন ফলন বাগান সমিতি। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয় ।

সোমবার (১০ জুন) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে এই মানববনন্ধন হয়।

এ সময় বক্তব্য দেন, জেলা ফলদ বাগান সমবায় সমিতির সভাপতি তরুন আলো দেওয়ান, মারমা ফলদ বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক বাবুশি চৌধুরী, ফলদ বাগান মালিক সমবায় সমিতির উপদেষ্টা অনিমেষ চাকমা রিংকু, সাবেক সভাপতি জ্ঞান জ্যোতি চাকমা প্রমুখ।

এতে বক্তারা জানান, খাগড়াছড়িতে আমের গাড়ি থেকে পৌরসভা, জেলা পরিষদ, বাজার ফান্ড আলাদাভাবে অতিরিক্ত টোল আদায় করছে। কুরিয়ার সার্ভিস এবং এস পরিবহন সার্ভিস অতিরিক্ত টাকা আদায় করছেন। এতে জেলার থেকে এক গাড়ি আম অন্য জেলায় পাঠাতে অতিরিক্ত টাকা ব্যয় হয়। অতিরিক্ত টোল আদায়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যাবসায়ীরা এখানে আসতে অনিহা প্রকাশ করছেন। আম বাগানিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেওয়া হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অতিরিক্ত টোল আদায়,খাগড়াছড়ি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close