চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ০৭ জুন, ২০২৪

মেডেল অব মেরিট অ্যাওয়ার্ড পেলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন বাংলাদেশ স্কাউটসের মেডেল অব মেরিট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। স্কাউটে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই পদকে মনোনীত হন তিনি।

সম্প্রতি অনুষ্ঠিত ৫২তম জাতীয় কাউন্সিলের সাধারণ সভায় সম্মানসূচক বাংলাদেশ স্কাউটসের মেডেল অব মেরিট অ্যাওয়ার্ডপ্রাপ্তদের তালিকায় চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের নাম প্রকাশ করা হয়।

জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন ২০১২ সাল থেকে স্কাউটিংয়ে যুক্ত। প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি তিনি নিয়মিতই সময় দিয়েছেন স্কাউটিং কার্যক্রমে। জেলায় শতভাগ স্কাউট দল রেজিস্ট্রেশন ও সব বিদ্যালয়ে স্কাউট ইউনিফরমসহ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয় তারই পৃষ্ঠপোষকতায়।

চাঁপাইনবাবগঞ্জের স্কাউটসের সম্পাদক গোলাম রশিদ জানান, স্কাউট আন্দোলনের সার্বিক বিকাশ ও সম্প্রসারণে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনকে মেডেল অব মেরিট অ্যাওয়ার্ডে ভূষিত করেছে বাংলাদেশ স্কাউট।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close