খোরশেদ আলাম, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

  ০৬ জুন, ২০২৪

র‍্যাগ ডে অনুষ্ঠানে ঝগড়ার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

ছবি : প্রতিদিনের সংবাদ

গাজীপুরের কালিয়াকৈরে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজে র‍্যাগ ডে অনুষ্ঠানে সহপাঠীদের মধ্যে বাক বিতর্ক থেকে ঝগড়ার জের ধরে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আল আমীন (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কলেজের অদূরে চন্দ্রা ডাইনকিনি মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত আল আমীন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরিয়াবহ গ্রামের মোতালেব হোসেনের ছেলে। তিনি ওই কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রলীগের সভাপতি পদে নিযুক্ত ছিলেন। এ ঘটনায় আরও তিনজন গুরুত্বর আহত অস্থায় চিকিৎসাধীন রয়েছে।

সূত্রে জানা যায়, বুধবার দুপুরে চন্দ্রার জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজে র‍্যাগ ডে অনুষ্ঠানে সহপাঠীদের মধ্যে ছাত্রলীগের দলীয় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ সৃষ্টি হয়। এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে বৃহস্পতিবার সকালে বিষয়টি সমাধানের জন্য ছাত্রলীগের দুই গ্রুপের নেতারা কলেজ ক্যাম্পাসের বাইরে ডানকিনি মোড়ে সমবেত হয়।

এই সময় উভয় পক্ষে কথা কাটাকাটির এক পর্যায়ে কয়েকজন যুবক হঠাৎ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অপর গ্রুপের ওপর হামলা চালায়। তাদের এলোপাতাড়ি কোপে তিনজন গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক আল আমীনকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাছিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় কয়েকজনের নাম আমরা জানতে পেরেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুপিয়ে হত্যা,কলেজছাত্র,র‍্যাগ ডে অনুষ্ঠান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close