সিলেট প্রতিনিধি

  ০৬ জুন, ২০২৪

তরুণীকে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

ছবি: সংগৃহীত

‘আপত্তিকর’ প্রস্তাবে রাজি না হওয়ায় এক তরুণীকে হত্যা মামলায় নাজিম উদ্দিন (২৭) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সিলেটের আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে এ রায় ঘোষণা করেন সিলেট তৃতীয় আদালতের অতিরিক্ত দায়রা জজ ছৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদীন।

দণ্ডিত নাজিম উদ্দিনের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজ-বাহাদুরপুর গ্রামে। তিনি খুন হওয়া কিশোরীর বাড়িতে দিনমজুর হিসাবে কাজ করতেন। হত্যার শিকার তরুণী নাজমিন আক্তার সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের বালিঙ্গা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালে নাজমিন আক্তারদের বাড়িতে দিনমজুরের কাজ নেন নাজিম উদ্দিন। একপর্যায়ে নাজমিনের ওপর নজর পড়ে তার। প্রায়ই তাকে আকারে-ইঙ্গিতে কুপ্রস্তাব দিতেন নাজিম। বিষয়টি নাজমিন তার মা-বাবাকে জানায়। এতে ক্ষুব্ধ হয়ে উঠে নাজিম। পরে ওই বছরের ১৬ মার্চ দুপুরে নাজমিনকে ঘরে একা পেয়ে দা দিয়ে কুপিয়ে হত্যা করে নাজিম। ওই রাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিলেট,যাবজ্জীবন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close