reporterঅনলাইন ডেস্ক
  ২৪ মে, ২০২৪

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন

ছবি : সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। এতে পুড়ছে কাঁঠাল গাছতলা বাজার ও রোহিঙ্গাদের ঘর। তীব্র তাপদাহে বাড়তে থাকা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।

শুক্রবার (২৩ মে) বেলা সোয়া ১১টার দিকে উখিয়ার থাইংখালী জনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্প-১৩ কাঠাল গাছতলা বাজারে এ আগুন লাগে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্যাম্প সূত্রের বরাতে ওসি জানান, শুক্রবার বেলা ১১টার দিকে হঠাৎ করে রোহিঙ্গা ক্যাম্প-১৩ কাঠাল গাছতলা বাজারে আগুন লাগে। পরে স্থানীয়রাসহ এপিবিএন সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টাতেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর ১২টা) আগুন জ্বলছিল। আগুনে ইতিমধ্যে ৬০-৭০টির মত দোকানসহ রোহিঙ্গাদের ঘর পুড়ে গেছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রোহিঙ্গা ক্যাম্প,আগুন,উখিয়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close