ফরিদপুর প্রতিনিধি

  ২৪ মে, ২০২৪

সবুজ মোল্লা হত্যা মামলায় ফরিদপুর ছাত্রদল সভাপতি গ্রেপ্তার

ছবি: প্রতিদিনের সংবাদ

ফরিদপুরে সবুজ মোল্লা হত্যা মামলায় জেলা ছাত্রদল সভাপতি আদনান হোসেন অনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে শহরের গোয়ালচামট এলাকার বীরশ্রষ্ঠ মুন্সী আব্দুর রউফ পৌর কমিউনিটি সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাহউদ্দিন বলেন, ২০২২ সালের ৪ জুলাই ফরিদপুর সদরের বায়তুল আমান এলাকায় সবুজ মোল্লা (২৮) নামে এক তরুণকে হত্যা করা হয়। ওই হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি আদনান হোসেন অনু।

পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুর বীরশ্রষ্ঠ মুন্সী আব্দুর রউফ পৌর কমিউনিটি অডিটোরিয়ামে বৃহস্পতিবার বিকেলে জেলা ছাত্রদলের কর্মীসভায় সভাপতিত্ব করার কথা ছিল আদনানের। বিকেল ৪টার পর তিনি অডিটোরিয়ামে ঢুকলে কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফরিদপুর,হত্যা,মামলা,ছাত্রদল,সভাপতি,গ্রেপ্তার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close