শাফায়েত হোসেন, বান্দরবান

  ২৩ মে, ২০২৪

সংবাদ সম্মেলন

কুকি-চিনের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রাখার আহ্বান

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ

বান্দরবানের একটি হোটেলে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবর। ছবি: প্রতিদিনের সংবাদ

পার্বত্য চট্টগ্রামের বান্দরবানে কুকি-চিনের সন্ত্রাসী কার্যক্রম নির্মূলে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। সংবাদ সম্মেলন বৃহষ্পতিবার (২৩ মে) দুপুরে বান্দরবানের গ্রান্ড ভ্যালি হোটেলের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান নাগরিক পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান।

লিখিত বক্তব্যে কাজী মজিবর বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে এতদিন ইউপিডিএফ (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) ও জেএসএসের (পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি) চাঁদাবাজি, গুম, খুন, অপহরণসহ বিভিন্ন নির্যাতনের স্বীকার হয়ে এলেও পার্বত্য অঞ্চলে নতুন করে কেএনএফের অভয়ারণ্য সৃষ্টি হয়েছে। কুকি-চিন পার্বত্য চট্টগ্রামের প্রায় অর্ধেক ভূমি নিয়ে পূর্ণ স্বায়ত্ত্বশাসন ক্ষমতাসহ দেশের অভ্যন্তরে কুকি-চিন রাজ্য প্রতিষ্ঠা করার পায়তারা করছে। এরই ধারাবাহিকতায় বান্দরবানে একের পর এক খুন, গুম, চাঁদাবাজি, হত্যা, রাহাজানি এবং নিরাপত্তাবাহিনী ও সাধারণ মানুষের লাশ ঝরতে দেখা যাচ্ছে।’

কাজী মজিবর রহমান আরো বলেন, ‘স্বাধীন সার্বভৌমত্ব ও জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে পার্বত্য চট্টগ্রামে যৌথবাহিনীর সাড়াশি অভিযান অব্যাহত রেখে কুকি-চিন ও অন্যান্য বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী নির্মূল করার জন্য প্রধানমন্ত্রীর নিকট জোর দাবী জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে পার্বত্য নাগরিক পরিষদের নেতাকর্মী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বান্দরবান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close