কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
কচুয়ায় আগুনে পুড়ল ২০ দোকান
চাঁদপুরের কচুয়ায় আগুনে উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের আলিয়ারা বাজারে ছোটবড় ২০টি দোকান পুড়ে গেছে। বুধবার (২২ মে) রাত ১০টার সময় অখিল চন্দ্রের লন্ড্রী দোকান থেকে আগুনের সুত্রপাত হয়।
বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বনাথ জানান, পুড়ে যাওয়া প্রতিষ্ঠানগুলো হলো পরিমল ও সুভাস দেবনাথের ২টি ফার্মেসী, আ. মালেকের মুরগীর দোকান, গিয়াস উদ্দিনের মুদি দোকান, চন্দন, কামাল ও লিটনের মালামালের ৩টি মনোহরী দোকান ও মালামাল রাখার ৩টি গোডাউন, ধরেন্দ্র নাথের সেলুন, কামালের গ্যাস সিলিন্ডার দোকান, কামাল হোসেনের ফাস্ট ফুড দোকান, কাজলের ডেকোরেশনের দোকান ও কয়েকটি খালী দোকানঘরসহ ছোট বড় ২০টি দোকান পুড়ে যায়। কচুয়া ও মতলব দক্ষিন উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি দল ও স্থানীয়রাসহ মিলে এক ঘন্টা চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রনে আনেন।
কচুয়া ইউএনও এহসান মুরাদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন।