লালমনিরহাট প্রতিনিধি
কালীগঞ্জে আগুনে পুড়ল ২৫ দোকান
আগুনে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ২৫টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে কালীগঞ্জের তুষভান্ডার বাজারে সাবেক এমপি বিএনপি নেতা সালেহ উদ্দিন আহমেদ হেলালের মার্কেটে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, তুষভান্ডার বাজারে একটি মার্কেট তৈরি করে ভাড়া দেন বিএনপি নেতা সাবেক এমপি সালেহ উদ্দিন আহমেদ হেলাল। ওই মার্কেটের একটি ওষুধের দোকানে হঠাৎ আগুন লাগে। আগুন মুহুর্তে পাশ্ববর্তি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজনসহ কালীগঞ্জ ফায়ার সার্ভিস প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট এসে দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে মার্কেটের ২৫টি দোকানে পুড়ে যায়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ আগুনের সুত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান এখন জানা যায়নি তবে ধারনা করা হচ্ছে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ইউএনও জহির ইমাম বলেন, ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ আগুনের সুত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমান কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।