সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

  ১৪ মে, ২০২৪

বাঁচানো গেল না বিদ্যুৎস্পর্শে আহত জোবায়েরকে

ছবি: প্রতিদিনের সংবাদ

চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুৎস্পর্শে আহত শিক্ষার্থী জোবায়ের হোসেন ঈশান ঢাকায় ৮ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিট ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন গতকাল সোমবার রাতে মারা যায় সে।

মঙ্গলবার (১৪ মে) কওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান আলী জোবায়েরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, উপজেলার ইউনিয়নের মাদারবাড়ি এলাকার বাসিন্দা মোজাফফার আহমদের ছেলে শেফা স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র জোবায়ের (১৪)।

এর আগে, গত ৫ মে মাদারবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে গাছ থেে আম পাড়তে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হয় ঈশান। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিট ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। গত সোমবার সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ঈশানের মৃত্যু হয়।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম,সাতকানিয়া,জোবায়ের,বিদ্যুৎস্পর্শ,মৃত্যু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close