reporterঅনলাইন ডেস্ক
  ১৪ মে, ২০২৪

এম ভি আবদুল্লাহ থেকে পণ্য খালাস শুরু

ফাইল ছবি

জলদস্যুদের হাত থেকে মুক্ত জাহাজ এমভি আবদুল্লাহ ১ মাস পর কক্সবাজারের কুতুবদিয়ায় বঙ্গোপসাগরে নোঙর করেছে। সেখানে জাহাজ থেকে ৫৬ হাজার টন চুনাপাথর খালাস শুরু হয়েছে।

সোমবার রাত ১০টার দিকে এসব চুনাপাথর আরেকটি জাহাজে খালাস শুরু হয়। এর আগে সন্ধ্যা ৬টায় এটি উপকূলে নোঙর করে।

রাত ১১টার দিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী মেহেরুল করিম।

তিনি বলেন, পণ্য খালাস শুরু হয়েছে। নতুন ২৩ জন নাবিকের টিম ইতোমধ্যে আবদুল্লাহ জাহাজে উঠেছেন। আগের ২৩ জন নাবিক মঙ্গলবার চট্টগ্রামে ফিরবেন।

জাহাজটি কেএসআরএম গ্রুপের এসআর শিপিংয়ের মালিকানাধীন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এম ভি আবদুল্লাহ,পণ্য খালাস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close