নাটোর প্রতিনিধি
১৩ মে, ২০২৪
স্কুল শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের অপরাধে যুবকের যাবজ্জীবন
নাটোরের লালপুরে অষ্টম শ্রেণির স্কুল শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষনের অপরাধে সাব্বির আলী নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৩০ হাজার টাকা জরিমানাে এবং আরেকটি ধারায় ১৪ বছর সশ্রম কারাদণ্ডসহ ২০ হাজার টাকা জরিমানা আদেশ দিয়েছে আদালত।
সোমবার (১৩ মে) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এ মামলায় আরো দুই জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত সাব্বির আলী লালপুর উপজেলার অমরপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। খালাস প্রাপ্তরা হলেন, আব্দুল মান্নান ও মুক্তার হোসেন।
পিডিএস/আরডি
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন