জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর (নীলফামারী)

  ১৩ মে, ২০২৪

উপজেলা নির্বাচন

সৈয়দপুরে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ১২ প্রার্থী

রানা, আজমল, রুবেল, ফিরোজ, জয়নাল, দিপু।ছবি: সংগৃহীত

সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দ্বিতীয় ধাপে এ উপজেলায় ভোট হবে আগামী ২১ মে।

রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, সৈয়দপুর উপজেলা পরিষষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬, ভাইস চেয়ারম্যান পদে ৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী অংশগ্রহণ করেছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আজমল হোসেন (আনারস), সৈয়দপুর জেলা বিএনপির বহিষ্কৃত নেতা রিয়াদ আরফান সরকার রানা (দোয়াত কলম), সৈয়দপুর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোস্তফা ফিরোজ (টেলিফোন), জাতীয় পার্টি (এ) সৈয়দপুর পৌর শাখার আহ্বায়ক জয়নাল আবেদীন (মোটরসাইকেল), সৈয়দপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মহসিন আলী (হেলিকপ্টার) ও জাতীয় ছাত্র সমাজের ঢাবির সাবেক সভাপতি ফয়সাল দিদার দিপু (ঘোড়া)।

ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- সৈয়দপুর পৌর কৃষক লীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম (টিউবওয়েল), আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নীলফামারী জেলা শাখার সভাপতি মহসিন মন্ডল মিঠু (চশমা) ও ছাত্র লীগের সৈয়দপুর শাখার সাবেক সভাপতি শেখ আব্দুল্লাহ সোহাগ (তালা)।

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী (পদ্মফুল), সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর সুমিত্রা রানী কনিকা (কলস) ও নারী উদ্যোক্তা মোস্তাফিজা হোসেন শিলা (প্রজাপতি)।

খোঁজ নিয়ে জানা যায়, সৈয়দপুর উপজেলা শহরসহ গ্রামগঞ্জে ভোটারদের আলোচনায় শীর্ষে রয়েছেন সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের ছেলে রিয়াদ আরফান সরকার রানা, সাবেক ভাইস চেয়ারম্যান আজমল হোসেন ও সমবায় সমিতির ৩ বারের চেয়ারম্যান মহসিন আলী রুবেল।

ভোটাররা বলছেন, চেয়ারম্যান প্রার্থীর এই তিন জনই ক্লিন ইমেজের। দুর্নীতির কোন দাগ নেই এই তিন প্রার্থীর। এদের মধ্যে যেই নির্বাচিত হোক, উন্নয়নের আশা করা যায়।

ভাইস চেয়ারম্যান পদে মহসিন মন্ডল মিঠু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোস্তাফিজা হোসেন শিলার নাম রয়েছে সবার মুখে মুখে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নীলফামারী,সৈয়দপুর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close