গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
গঙ্গাচড়ায় উপজেলা নির্বাচনে ১৯ প্রার্থী পেলেন প্রতীক
রংপুরের গঙ্গাচড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ১৯ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে জেলা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের কক্ষে রংপুর জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা আব্দুল আল মোতাহসিম তাদের হাতে প্রতীক তুলে দেন।
এর আগে, নির্বাচনী আচরণবিধি নিয়ে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা হয়।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রবিউল আলমের সভাপতিত্বে সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাড়াও সহকারী রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গঙ্গাচড়ায় উপজেলা চেয়ারম্যান পদে সাতজন, ভাইস চেয়ারম্যান পদে সাতজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা হলেন- কামরুজ্জামান প্রামানিক লিপ্টন (আনারস), কামেল শেরাফী মাহবুব রাজিব (চিংড়ি), মাহমুদুল ইসলাম রানা (মোটরসাইকেল), মোকাররম হোসেন সুজন (ঘোড়া), জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান বুলু (লাঙ্গল), রুহুল আমিন (কাপ-পিরিচ), সাইদুজ্জামান ফুলু (হেলিকপ্টার) প্রতীক পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- কৃষ্ণ চন্দ্র মহন্ত (চশমা), নিখিল চন্দ্র (মাইক), আনোয়ারুর ইসলাম (বই), আশরাফুল ইসলাম (তালা), বাবু চৌধুরী (টিউবওয়েল), বেলাল হোসেন (বৈদ্যুতিক বাল্ব), সাজু মিয়া লাল (উড়োজাহাজ) প্রতীক পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- পারভীন (সেলাইমেশিন), নাছিমা আক্তার নাছি (কলস), মিনা খাতুন (পদ্মফুল), রাবিয়া বেগম, (হাঁস), হাবিবা আকতার সীমা (ফুটবল) প্রতীক পেয়েছেন। উপজেলায় তৃতীয় ধাপে ভোট হবে আগামী ২৯ মে।
পিডিএস/জেডকে