বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

  ১৩ মে, ২০২৪

কেউ পাস করেনি খয়েরবাড়ী মির্জাপুর দাখিল মাদরাসায়

ছবি: প্রতিদিনের সংবাদ

দিনাজপুরের বিরামপুর উপজেলা খয়েরবাড়ী মির্জাপুর দাখিল মাদরাসায় দাখিল পরীক্ষায় একজনও পাস করেনি। প্রতিষ্ঠানটি থেকে এবার ২৪ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। রবিবার (১২ মে) ফলাফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে।

ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে মাদরাসার ২৪ জন দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে। পলাপলের পর দেখা গেছে প্রতিষ্ঠানের সবাই দাখিল পরীক্ষায় পাশ করেতে পারেনি।

এদিকে খয়েরবাড়ী দাখিল মাদরাসার সুপার মো. আব্দুর রশিদের মুঠোফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শমসের আলী মন্ডল জানান, ওই মাদরাসার ফলাফল বিপর্যয় ঘটেছে। কেউ পাস না করায় ওই প্রতিষ্ঠিানের সুপারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। ওই প্রতিষ্ঠিানের কাছে কারণ দর্শানো নোটিশ দেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুজহাত তাসনীম আওন জানান, ওই প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে আলোচনা করে বিষয়টি খতিয়ে দেখা হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দিনাজপুরের বিরামপুর,খয়েরবাড়ী মির্জাপুর দাখিল মাদরাসা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close