অনলাইন ডেস্ক
১৩ মে, ২০২৪
১৪ ঘণ্টা পর সৈয়দপুরে বিমান চলাচল স্বাভাবিক
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ১৪ ঘণ্টা পর বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার সকাল ৮টার পর থেকে বিমান উঠানামা শুরু হয়। তবে সকাল ৯টা পর্যন্ত রানওয়ের বিদ্যুৎ বিভ্রাটের ত্রুটি শনাক্ত করতে পারেনি বিমানবন্দরের প্রকৌশল বিভাগ।
এর আগে রবিবার সন্ধ্যা ৬টার পর থেকে নাইট ল্যান্ডিং সিস্টেম কাজ না করায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস, নভোএয়ার ও ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি করে ফ্লাইট বাতিল করা হয়। ফলে ঢাকাগামী দুই শতাধিক যাত্রী দুর্ভোগে পড়েন।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন