প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১২ মে, ২০২৪

সংক্ষিপ্ত খবরে সারাদেশ

ছবি: প্রতীকি

আইনশৃঙ্খলা সভা

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় জেলা আইনশৃঙ্খলা কমিটির এক সভা হয়েছে। রবিবার (১২ মে) কালেক্টরেট সম্মেলন কক্ষে এ সভঅ হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগার। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মো. কামাল হোসেন, সিভিল সার্জন কানিজ আকতার ও সাত উপজেলার নির্বাহী কর্মকর্তারা। এছাড়া সভায় জেলা পর্যায়ের বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটির কর্মশালা

কাউনিয়া প্রতিনিধি

রংপুরের কাউনিয়া উপজেলায় গরিব দুঃস্থ মায়েদের নিয়ে প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি বিষয়ে এক কর্মশালা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এ কর্মশালা হয়। সভায় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা সাদিকাতুল তাহিরিণ এর সভাপতিত্বে বক্তব্য দেন কুর্শা ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, টেপামধুপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম, রির্সোস পারসন মেডিকেল কর্মকর্তা ফাহিম হাসান, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জুনিয়র কনসালটেন্ট সিনথিয়া সিদ্দিকা প্রমুখ।

মতবিনিময় সভা

শাহজাদপুর প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। শনিবার (১১ মে) রাত ৮টার দিকে শাহজাদপুর প্রেস ক্লাব কার্যালয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডু। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক আতাউর রহমান পিন্টু, আবুল কাশেম, সৈয়দ হুমায়ুন পারভেজ শাব্বির, শফিউল হাসান চৌধুরী, মুমীদুজ্জামান জাহান, এম. এ জাফর লিটল, সাগর বসাক, ওমর ফারুক, আল-আমিন হোসেন প্রমুখ।

ক্রমোন্নয়ন কর্মশালা

টুঙ্গিপাড়া প্রতিনিধি

গোপালগঞ্জে উচ্চ ফলনশীল পাট বীজ উৎপাদন, পাট চাষ ও পাট পচনের ক্রমোন্নয়ন বিষয়ক কর্মশালা হয়েছে। রবিবার টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ সভাকক্ষে বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ) আয়োজিত এ কর্মশালার উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্য দেন বিজেএ চেয়ারম্যান মো. ফরহাদ আহমেদ আকন্দ। বিশেষ অতিথির বক্তব্য দেন টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস।

সনদপত্র বিতরণ

ডিমলা প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর উদ্যোগে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য, সচিবদের দুই দিনব্যাপী স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা কোর্স সমাপ্তি ও সনদপত্র বিতরণ হয়েছে। কোর্সে প্রশিক্ষণ প্রদান করেন, রাজধানীর জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর উপপরিচালক মোহাম্মদ মঈনুল হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী। উপজেলা পরিষদ হলরুমে অস্থায়ী প্রশিক্ষণ সেন্টারে শনিবার (১১ মে) থেকে ওই কোর্স শুরু হয় আর রবিবার (১২ মে) শেষ হয়। রবিবার বিকেলে সমাপনীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা সনদপত্র বিতরণ করেন।

আলোচনা সভা

সিংগাইর প্রতিনিধি

বাংলাদেশ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয় এর প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৪ উপলক্ষে তিন দিনব্যাপী (১২ থেকে ১৪ মে) বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইরে আলোচনা সভা হয়েছে। রবিবার (১২ মে) সকাল ১১টার দিকে উপজেলা হিসাবরক্ষণ অফিসের আয়োজনে বিআরডিবি হলরুমে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সেখ সরিফুল ইসলামের সভাপতিত্বে এ আলোচনা সভা হয়। সভায় উপজেলা হিসাবরক্ষণ অফিসের অধীক্ষক শরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. হাবিবুর রহমান।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সংক্ষিপ্ত খবরে সারাদেশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close