লালমনিরহাট প্রতিনিধি

  ১২ মে, ২০২৪

কালীগঞ্জে ফেনসিডিল জব্দ, নারী গ্রেপ্তার 

ছবি: প্রতিদিনের সংবাদ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ১৫০ বোতল ফেনসিডিলসহ ফাতেমা বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩ রংপুর। রবিবার (১২ মে) সকালে গ্রেপ্তার ওই নারীকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করেন র‌্যাব।

এর আগে, গত শনিবার রাতে ওই উপজেলার খামারভাতি গ্রাম থেকে ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই নারী মাদক ব্যবসায়ী ওই এলাকার রফিকুল ইসলামের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই নারী ও স্বামী দীর্ঘদিন ধরে নানা কৌশল অবলম্বন করে মাদক ব্যবসা করে আসছে। র‌্যাব-১৩ রংপুরের একটি দল তাদের সার্বক্ষণিক নজরদারির মধ্যে ছিল। গত শনিবার গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ১৫০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ ফাতেমা বেগমকে গ্রেপ্তার করে র‌্যাব-১৩ এর আভিযানিক দল। এ সময় তার স্বামী রফিকুল র‌্যাবের উপস্থিতি টেরে পেয়ে সুকৌশলে পালিয়ে যায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ কবির জানান, এ সংক্রান্ত একটি মামলা হয়েছে। আসামিকে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লালমনিরহাট কালীগঞ্জ,ফেনসিডিলসহ,নারী গ্রেপ্তার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close