reporterঅনলাইন ডেস্ক
  ২৪ এপ্রিল, ২০২৪

ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

ময়মনসিংহে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী মারা গেছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে এক শিশু।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর বিদ্যাময়ী রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিন্টেন্ডেন্ট নাজমুল হক খান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের দেওয়ানগঞ্জগামী ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করে। সেখান থেকে থেকে ছেড়ে যাওয়ার পর বিদ্যাময়ী রেলক্রসিংয়ে ট্রেনটি একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত হয় এক শিশু। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দুর্ঘটনা,ময়মনসিংহ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close