কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

  ২৩ এপ্রিল, ২০২৪

কিশোরগঞ্জে গর্ত থেকে গ্রেনেড-রাইফেল উদ্ধার

ছবি : প্রতিদিনের সংবাদ

নীলফামারীর কিশোরগঞ্জে গ্রেনেড, মাইন্ড, থ্রি-নটথ্রি রাইফেল, মর্টারসেল ও ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ। তিস্তা সেচ ক্যানেল সংলগ্ন বাজেডুমরিয়া গ্রামের একটি বাঁশঝাড় থেকে সোমবার (২২ এপ্রিল) রাতে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ভেকু দিয়ে ওই বাঁশঝাড়ের ভেতর গর্ত খুড়ে ট্রলীতে করে মাটি নিয়ে যাচ্ছিল। এ সময় বাজেডুমরিয়া গ্রামের সিয়াম (১২), সিট রাজিব গ্রামের আপেল (১৬) ওই গর্তে পলিথিন মোড়ানো প্যাকেট দেখতে পান। সেই পলিথিন থেকে ১টা আর্জেস গ্রেনেড, কাট ও বাট বিহীন থ্রি-নট থ্রি রাইফেল ১টা, ভাঙা মর্টারসেল ১টা, মাইন্ড ২টা ও ম্যাগজিন ১টা বাড়িতে নিয়ে যান। পরে বিষয়টি জানতে পেরে থানা পুলিশ অস্ত্রগুলো উদ্ধার করেন।

কিশোরগঞ্জ থানার ওসি পলাশ চন্দ্র মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এসব অস্ত্র মুক্তিযুদ্ধের সময়কার বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জিডিমূলে পরিত্যক্ত অস্ত্রগুলো জব্দ করে নিস্ক্রিয় ও সংরক্ষণ করা হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গ্রেনেড-রাইফেল,কিশোরগঞ্জ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close