কুবি প্রতিনিধি
২২ এপ্রিল, ২০২৪
কুবিতে গরমে অনলাইনে পাঠদান, মধ্যবর্তী পরীক্ষা স্থগিত

ছবি: ফাইল
সারাদেশে তীব্র দাবদাহের কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে অনলাইন পাঠদানের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। গতকাল রবিবার রাত ৯টার দিকে একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন এটি নিশ্চিত করেন।
আবদুল মঈন বলেন, সেমিস্টার পরীক্ষা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে চলমান থাকবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া অবধি ২ মে পর্যন্ত মিড পরীক্ষা স্থগিত থাকবে। তাছাড়া এই সময়টাতে অর্ধেক পরিবহন সেবাও চালু থাকবে।
এর আগে, বৈশাখের শুরু থেকে বাড়তে থাকা তাপমাত্রায় জনজীবন অতিষ্ঠ হয়ে গেলে সরকার দেশের সমস্ত স্কুল কলেজ সাতদিনের জন্য ছুটি ঘোষণা করে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব কলেজের ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।
পিডিএস/জেডকে
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন