চট্টগ্রাম ব্যুরো

  ২১ এপ্রিল, ২০২৪

শিশু ওয়াসিম হত্যাকাণ্ড

১৪ বছর পর চট্টগ্রামে আসামি গ্রেপ্তার

ছবি: প্রতিদিনের সংবাদ

চট্টগ্রামের মীরসরাইয়ে আলোচিত ও চাঞ্চল্যকর শিশু হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি ইকবাল হোসেন বিল্পবকে ১৪ বছর পর চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। শনিবার (২০ এপ্রিল) রাতের দিকে নগরীর হালিশহর থানাধীন বড়পুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ইকবাল হোসেন বিল্পব চট্টগ্রামের মিরসরাই থানার মধ্যম মলাধিঘী ইউনিয়নের বাসিন্দা।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার জানান, ২০১০ সালের নভেম্বরে জেলার মীরসরাই থানাধীন মধ্যম মলাদিঘী এলাকায় পূর্বপরিকল্পনা মোতাবেক বিল্পব এবং তার অন্যান্য সহযোগীরা চার বছরের শিশু ওয়াসমিকে গলাটিপে হত্যার পর লাশ গুম করে আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে ওই শিশুর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেন।

নূরুল আবছার আরো জানান, আসামি জানায় আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে গ্রেপ্তার এড়াতে ১৪ বছর দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপন করে ছিল। তাকে মীরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম,মীরসরাই
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close