নেত্রকোনা প্রতিনিধি
২১ এপ্রিল, ২০২৪
নেত্রকোনায় পরিপূর্ণ নদী খননের দাবি

ছবি: প্রতিদিনের সংবাদ
ক্যাপ: নেত্রকোনায় সোয়াই নদী পরিপূর্ণ খনন ও ভূমিদস্যদের হাত থেকে দখল উচ্ছেদের দাবিতে মানববন্ধন -প্রতিদিনের সংবাদ নেত্রকোনায় সোয়াই নদী পরিপূর্ণ খনন ও ভূমিদস্যদের হাত থেকে দখল উচ্ছেদের দাবিতে মানববন্ধন হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) বিকেলে পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজারে স্থানীয় সুধী ও তরুণ সমাজের উদ্যোগে এই মানববন্ধন হয়।
এসময় বক্তব্য দেন নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক আবু হানিফ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক, আব্দুল্লাহ আল কাইয়ুম, যুবলীগ নেতা পারভেজ আহমেদ, মিলন মিয়া সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, সোয়াই নদীর পরিপূর্ণ খনন করে দখল হওয়া জমি উচ্ছেদের মাধ্যমে নদীটির নাব্যতা ফিরিয়ে আনার দাবি জানান।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন