উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ২১ এপ্রিল, ২০২৪

আগের মতো জমজমাট নয় আঙ্গারু মেলা 

উল্লাপাড়ায় আঙ্গারু মেলায় মাটির তৈরি জিনিসপত্র নিয়ে বসেছেন এক দোকানি। ছবি: প্রতিদিনের সংবাদ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৈশাখে শুরু হয়েছে আঙ্গারু মেলা। খোঁজ নিয়ে জানা যায়, আগের মতো আর জমজমাট নয় শত বছরের এই আঙ্গারু মেলা।

জানা যায়, উপজেলার সলঙ্গা ইউনিয়নের আঙ্গারুতে পাঁচপীর মাজার ঘিরে শত বছরের বেশি সময় ধরে বৈশাখের সব শনিবার মেলায় নানা পণ্যের বহু দোকান বসে। আঙ্গারু মেলায় ঘর গৃহস্থালী কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, নানা ধরনের খেলনা, সব ধরনের মসলাসহ নানা পণ্যের দোকান বসে।

গতকাল শনিবার প্রথম দিনে নানা পণ্যের বহু দোকান বসেছিল। জিলাপি, ঝুড়ি, কাঠের পিঁড়িসহ চুড়ি-মালা, মাটির বাসন-কোসন ও বিভিন্ন মালামালের দোকান বসেছিল। কেনাবেচা মোটামুটি হয়েছে। আবার সামনের শনিবারে মেলায় এসব দোকান বসবে।

এলাকার কয়েকজন বলেন, এককালে আঙ্গারু মেলা জমজমাটভাবে বসত। মেলায় সব ধরনের মসলা বিক্রি হতো। আশপাশের তিন-চারটি ইউনিয়নের বহু এলাকা থেকে আসা জনগণ পাঁচ-সাত মাসের জন্য নানা পদের মসলা কিনে নিতেন। এছাড়া, ঘর গৃহস্থালী কাজে ব্যবহৃত কাঠের তৈরি সামগ্রী কেনাবেচা হতো। আঙ্গারু মেলায় এসব সামগ্রী এখনো কেনাবেচা হয়, তবে আগের মতো আর জমজমাট নয়।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরাজগঞ্জ,উল্লাপাড়া,মেলা,বৈশাখ,শনিবার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close