লামা (বান্দরবান) প্রতিনিধি

  ২১ এপ্রিল, ২০২৪

লামায় আগুনে পুড়ল ৫ দোকান 

লামায় আগুনে ক্ষতিগ্রস্ত দোকানের একাংশ। ছবি: প্রতিদিনের সংবাদ

বান্দরবানের লামায় আগুনে ৫টি দোকান পুড়ে গেছে। রবিবার (২১ এপ্রিল) উপজেলা শহরের জনতা ব্যাংক গলিতে এ আগুনের ঘটনা ঘটে। আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শাফায়েত হোসেন জানান, করিমুল মোস্তফার চা দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুনে ৫টি দোকান পুড়েছে।

ক্ষতিগ্রস্ত ফার্নিচার ব্যবসায়ী রহমান বলেন, দোকানে প্রায় আড়াই লাখ টাকার বেশি অর্ডারি ফার্নিচার ছিল। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় কোনো ফার্নিচার রক্ষা করা সম্ভাব হয়নি।

আরেক ক্ষতিগ্রস্ত ফার্নিচার ব্যবসায়ী আলাউদ্দিন ও স্থানীয় শাহারাজ, হারুনসহ অনেকে জানান, চা দোকানের ভুষির চুলা থেকে আগুনের সূত্রপাত।

লামা পৌর মেয়র জহিরুল ইসলাম জানান, গতকাল রবিবার সকালে পৌরসভার পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ ও চাল সহায়তা করা হয়েছে।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বান্দরবান,লামা,আগুন,দোকান,ক্ষতিগ্রস্ত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close