অনলাইন ডেস্ক
২০ এপ্রিল, ২০২৪
চট্টগ্রামে বাসচাপায় দুজন নিহত
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় যাত্রীবাহী বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২ জন। শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পটিয়ার খরনার চেয়ারম্যান ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন মো. তাসরিফ (১৭)। সে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পশ্চিম বৈলতলী এলাকার আবু তৈয়বের ছেলে। আরেকজনের বাড়ি কক্সবাজারের রামু উপজেলায়। তার নাম নুরুল আলম।
পুলিশ জানায়, সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খরনায় মারসা পরিবহনের একটি বাস পটিয়াগামী সিএনজিচালিত অটোরিকশাকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত হন অটোরিকশা চালক রিটনসহ ২ জন। আহতদের চন্দনাইশের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহতরা সবাই অটোরিকশা আরোহী।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন