চাঁদপুর প্রতিনিধি

  ১৮ এপ্রিল, ২০২৪

নিষেধাজ্ঞা অমান্য

মেঘনায় জাটকা ধরায় গ্রেপ্তার ১৭, মুচলেকা ৩ 

ছবি: প্রতিদিনের সংবাদ

চাঁদপুরের মেঘনায় জাটকা সংরক্ষণের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ২০ জেলেকে আটক করে নৌ-পুলিশ। এর মধ্যে ১৭ জনের বিরুদ্ধে মামলা এবং ৩জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুছলেকা রেখে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে নৌ-পুলিশ সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের শিলারচর, মিনি কক্সবাজার ও চিরাচর নাকম স্থানে অভিযান চালিয়ে হাতে-নাতে এসব জেলেদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

গ্রেপ্তার জেলেরা হলেন-আবু তাহের, নিরব বেপারী, মোমিন বেপারী, সবুজ হাওলাদার, ভাসানী, শরীফ ঢালী, খোকন খাঁ, মাইনুদ্দিন ছৈয়াল, মাসুদ তালুকদার, ফারুক গাজী, কালু, রবিউল হাসান, আবুল কালাম হোসেন তাঁতী, শরীফুল ইসলাম তাহের, মহসীন মাঝি, রিফাত শেখ, শাকিল বেপারী। এবং মুচলেকা দেওয়া জেলেরা হলো, শাহিন বেপারী (১৩), রাকিব হোসেন মাল (১৪) ও মো. শিপন গাজী (১২)। এদের বাড়ী শরীয়তপুর ও চাঁদপুর জেলার বিভিন্ন এলাকায়।

ওসি কামরুজ্জামান বলেন, জেলেদের কাছ থেকে ১০০ মিটার সুতার তৈরি লাসা জাল, ২ হাজার ৮০০ মিটার অবৈধ কারেন্টজাল ও ৫টি মাছ ধরার পুরোনো কাঠের নৌকা জব্দ করা হয়। জব্দ করা জাল ও নৌকা মামলার আলামত হিসেবে নৌ-থানা হেফাজতে রয়েছে বলে জানান ওসি।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চাঁদপুর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close