প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৭ এপ্রিল, ২০২৪

সংক্ষিপ্ত খবরে সারাদেশ

ছবি: প্রতীকি

কর্মশালা

বগুড়া প্রতিনিধি

বগুড়া অঞ্চলের চার জেলায় ১৩০০ সহ সারাদেশে নারী পুরুষ মিলে ২০ হাজার উদ্যোক্তাদের প্রশিক্ষণসহ যাবতীয় সহযোগিতা করবে কৃষি বিপণন অধিদপ্তর। বুধবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় বগুড়া পর্যটন মোটেলে আঞ্চলিক বিপণন কর্মশালায় এসব বিষয়ে অবহিত করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি বিপণন অধিদপ্তরের পরিচালক ও যুগ্ম সচিব ওমর মো. ইমরুল মহসিন। বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক সরকার শফি উদ্দীন আহমদ, কৃষি বিপণন অধিদপ্তর রাজশাহী বিভাগীয় উপপরিচালক শাহানা আখতার জাহান প্রমুখ।

আলোচনা সভা

গোপালগঞ্জ প্রতিনিধি

সময় টেলিভিশনের গল্প বোনার ১৩ বছর পূর্তিতে গোপালগঞ্জে আলোচনা সভা হয়েছে। বুধবার বেলা ১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। সাংবাদিক জয়ন্ত শিরালীর সভাপতিত্বে ও সাংবাদিক মিজানুর রহমান মানিকের সঞ্চালনায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. গোলাম কবির (সার্বিক), ফারহানা জাহান উপমা (রাজস্ব), সদর ইউএনও মহসিন উদ্দিন, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি জুবায়ের হোসেন, মোজাম্মেল হোসেন মুন্না প্রমুখ।

মতবিনিময়

হাতিয়া প্রতিনিধি

বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নোয়াখালীর হাতিয়া উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা শুভাশিষ চাকমা। বুধবার দুপুরে ইউএনও কার্যালয়ে এ মতবিনিময় হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম সরওয়ার, হাতিয়া প্রেসক্লাবের সভাপতি ও কৃষ্ণ চন্দ্র মজুমদার, ফিরোজ উদ্দিন, ইসমাইল হোসেন কিরণ, ইফতেখার হোসেন তুহিন, প্রমুখ।

পরিচ্ছন্নতা কর্মসূচি

সরিষাবাড়ী প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার উদ্যোগে পৌরসভার অন্তর্গত আরামনগর বাজারে ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে কর্মসূচিতে অংশ গ্রহণ করেন জামালপুর ৪, সরিষাবাড়ী আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আবদুর রশীদ। বুধবার সকালে এই কর্মসূচি হয়। এতে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী পৌরসভার মেয়র মো. মনির উদ্দিন, আরামনগর হাট পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী নূরুল আমীন সুরুজ সরকার প্রমুখ।

আইনশৃঙ্খলা সভা

আমতলী প্রতিনিধি

আগামী ২৮এপ্রিল অনুষ্ঠিত হবে বরগুনার আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচন উপলক্ষে বুধবার বিকেল ৪টায় সদর ইউনিয়নের খুড়িয়া খেয়াঘাট চলাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থী এবং সাধারণ ভোটারদের নিয়ে নির্বাচনী আচরণ বিধির বিষয়ে বিশেষ আইনশৃঙ্খলা সভা করেছেন উপজেলা প্রশাসন। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার আব্দুস সালাম।

সার বিতরণ

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন এর আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন খুলনা-৬ এর সংসদ সদস্য রশীদুজ্জামান। বুধবার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে অফিস চত্বরে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুসহ অন্যরা।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সংক্ষিপ্ত খবরে সারাদেশ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close