বগুড়া প্রতিনিধি
১৬ এপ্রিল, ২০২৪
বগুড়ায় র্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ২

ছবি: প্রতিদিনের সংবাদ
বগুড়ায় র্যাবের অভিযানে ট্রাক থেকে ২২ কেজি গাঁজা জব্দসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে শহরের মাটিডালী এলাকায় অভিযান পরিচালনা করেন র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, লালমনিরহাটের হাতিবান্ধা পূর্ব সিন্দুনা এলাকার নজরুল ইসলাম খান এবং নীলফামারীর ডিমলার ছোট খাতা এলাকার রুবেল মিয়া।
এসব তথ্য নিশ্চিত করে র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, রংপুর থেকে পাবনাগামী একটি ট্রাকে গাঁজা বহনের খবর পেয়ে মাটিডালীতে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার এবং ট্রাক জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
পিডিএস/আরডি
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন