ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

  ১৬ এপ্রিল, ২০২৪

ডিমলায় আগুনে পুড়ল ২ দোকান  

ছবি: প্রতিদিনের সংবাদ

নীলফামারীর ডিমলা উপজেলার সদর ইউনিয়নের বাবুরহাটে দুটি দোকান পুড়ে গেছে। এতে অন্তত ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। মঙ্গলবার (১৬ এপ্রিল) ভোরের দিকে মাছ বাজার-সংলগ্ন আমিন স্টোর ও আংশিক শাহীন স্টোরে এ আগুনের ঘটনা ঘটে।

স্থানীয় গৌড়-নিতাই হোটেলের মালিক গৌর চন্দ্র রায় জানান, রাতে হঠাৎ করে মাছ বাজারের পাশের একটি দোকানে আগুন দেখে স্বপন মিয়া নামের এক ব্যবসায়ীকে মোবাইলে জানিয়ে ডিমলা ফায়ার সার্ভিসকে খবর দেন তিনি। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে আমিন ইসলামের মুদি দোকান ও শাহীন ইসলামের গালামালের দোকান পুড়ে যায়।

পরে সিভিল ডিফেন্স ফায়ার সার্ভিসের টিম ও স্থানীয় লোকজন এগিয়ে এসে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পাশের আরো দুটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।

ডিমলা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার রিয়াজ উদ্দিন শেখ জানান, খবর পেয়ে লিডার নুর মোহাম্মদের নেতৃত্বে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নীলফামারী,ডিমলা,আগুন,পুড়ল,দোকান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close