reporterঅনলাইন ডেস্ক
  ১৫ এপ্রিল, ২০২৪

সেপটিক ট্যাংকে নেমে বাড়ির মালিকসহ দুজনের মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বাড়ির মালিক ও একজন শ্রমিক মারা গেছেন। রবিবার রাতে উপজেলার পশ্চিম রাখালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম রিয়াদ হোসেন। তিনি ওই বাড়ির মালিক। অন্যজন ছিলেন শ্রমিক। তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল সন্ধ্যার আগে রাখালিয়া এলাকায় পাটোয়ারী ভিলা নামে একটি বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন একজন শ্রমিক। পরিষ্কার করা অবস্থায় সেপটিক ট্যাংকের ভেতরে তিনি আটকা পড়েন। পরে বাড়ির মালিক রিয়াদ তাকে উদ্ধার করতে গেলে তিনিও নিচে পড়ে যান। এতে দুজনেরই মৃত্যু হয়। পরে রাতে খবর পেয়ে দুজনের মরদেহ উদ্বার করে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, ট্যাংকের ভেতরে অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে।

রায়পুর থানার ওসি ইয়াছিন ফারুক মজুমদার জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে সেপটিক ট্যাংক ভেঙে দুজনের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সেপটিক ট্যাংক,মৃত্যু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close