পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
০৪ এপ্রিল, ২০২৪
পার্বতীপুরে অবৈধভাবে বালু উত্তোলন, ৩ ট্রাক্টর জব্দ
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ট্রাক্টর দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩টি ট্রাক্টর জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বছির বানিয়া এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় এসব ট্রাক্টর জব্দ করা হয়। জব্দ ট্রাক্টরগুলোকে মডেল থানায় রাখা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বছির বানিয়া এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ট্রাক্টর দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন জানান, অভিযান চলাকালে ট্রাক্টরের মালিক ও ট্রাকের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।
পিডিএস/জেডকে
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন