মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

  ০৪ এপ্রিল, ২০২৪

মঠবাড়িয়া

মৎস্য অধিদপ্তরের আওতায় ৪০টি পরিবারে ছাগল বিতরণ 

ছবি: প্রতিদিনের সংবাদ

পিরোজপুরের মঠবাড়িয়ায় জেলেদের ৪০টি ছাগল বিতরণ করা হয়েছে। দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ৪০টি পরিবারের মাঝে ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ।

মঠবাড়িয়া উপজেলা উর্ধ্বতন মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নূর আলম, জেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক, ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির মঠবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, সিনিয়র সহ সভাপতি মো. আব্দুল কুদ্দস খান, সাংবাদিক মিজানুর রহমান মিজু, জুলফিকার আমীন সোহেল প্রমুখ।

পিডিএস/এস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পিরোজপুরের মঠবাড়িয়া,ছাগল বিতরণ,
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close