খাগড়াছড়ি প্রতিনিধি

  ০৪ এপ্রিল, ২০২৪

খাগড়াছড়ি

গুইমারার ৪৫০ পরিবার ঈদ উপহার পেল

ছবি: প্রতিদিনের সংবাদ

ঈদ-উল ফিতর উপলক্ষে খাগড়াছড়ি গুইমারা উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র ৪৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। বুধবার (৩ এপ্রিল) দুপুরে গুইমারা সেনা রিজিয়নের আয়োজনে শহীদ লে. মুশফিক উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম এ উপহার হাতে তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো কামরুল হাসান, সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি জি, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা প্রমুখ।

উপহার সামগ্রী বিতরণের পর উপস্থিত সকলকে প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথি গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম বলেন, পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করে আর্থ-সামাজিক উন্নয়ন এবং যে কোনো দুর্যোগ পরিস্থিতিতে সকলের জন্য সেনাবাহিনীর সাহায্য ও প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে।

পিডিএস/এস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঈদ-উল ফিতর,খাগড়াছড়ি গুইমারা,ঈদ সামগ্রী বিতরণ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close