reporterঅনলাইন ডেস্ক
  ০১ এপ্রিল, ২০২৪

সুন্দরবনে মধু আহরণ শুরু

মৌয়ালরা আজ সোমবার থেকে সুন্দরবনে মধু সংগ্রহ শুরু করছেন। এর মধ্য দিয়ে বন বিভাগের অনুমোদন নিয়ে দুই মাসের জন্য তারা জীবিকার সন্ধানে সুন্দরবনে মধু আহরণ করতে পারবেন বলে জানিয়েছে বন বিভাগ।

জানা যায়, প্রতি বছর ১ এপ্রিল থেকে শুরু হয় সুন্দরবনে মধু সংগ্রহের মৌসুম। এদিন বন বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে মৌয়ালদের সুন্দরবনে মধু সংগ্রহের পাস (অনুমতিপত্র) দেয়া হয়। এজন্য আগেই নৌকা সাজানোর কাজ শেষ করেছেন সুন্দরবনসংলগ্ন এলাকার মৌয়ালরা।

বন বিভাগ জানায়, এবার দুই হাজারের অধিক মৌয়াল সুন্দরবনে মধু আহরণ করবেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সুন্দরবন,মধু আহরণ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close