দোহার (ঢাকা) প্রতিনিধি
দোহারে ফসলি জমি কেটে ভাটায় বিক্রি, ৭ জনের কারাদণ্ড

ঢাকার দোহারে ফসলি জমির মাটি কেটে ভাটায় বিক্রি করার অপরাধে সাতজনের ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার রাইপাড়া ইউনিয়ন, পৌরসভা সংলগ্ন ইসলামপুর ও রসুলপুর এলাকায় ওই মাটি কাটা হয়।
শনিবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার ইসলামপুর ও রসুলপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান।
অভিযানে কৃষি জমির উর্বরা মাটি কেটে (টপ সয়েল) কাঁচামাল হিসেবে ইট ভাটায় বিক্রি এবং পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে (২০১০) অভিযুক্ত ৭ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় মাটি কাটায় ব্যবহৃত ১টি এক্সকাভেটর (ভেকু), মাটি বহনকারী ৫টি মাহিন্দ্রা গাড়ি জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন খান জানান, পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণ ও উন্নয়নের স্বার্থে দোহার উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহায়তা করে দোহার থানা-পুলিশের একটি দল।
পিডিএস/জেডকে