দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

  ৩০ মার্চ, ২০২৪

দুমকিতে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ছবি: প্রতীকী

পটুয়াখালীর দুমকিতে খালের পানিতে পড়ে জারামনি নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মার্চ) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ১৬ মাস বয়সী ওই শিশু উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ঘরামী বাড়ীর সুলতান ঘরামীর নাতি কাশেম ঘরামীর মেয়ে।

শিশুটির মা জানান, শনিবার সকাল ১০টার দিকে বাড়ির উঠানে অন্যান্য শিশুর সঙ্গে খেলাধুলার ফাঁকে পাশের ডাকাতিয়া খালে পড়ে যায়। তিনি খালের ঘাটে পানি আনতে গিয়ে তাকে ভাসমান দেখে তুলে এনে দুমকি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শনিবার (৩০ মার্চ) দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আবদুল হান্নান এ তথ্য নিশ্চিত করে জানান, এ ব্যাপারে দুমকি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পটুয়াখালী,দুমকি,খালের পানি,শিশু,মৃত্যু
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close