ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

  ০৫ মার্চ, ২০২৪

ঢাকায় কনস্টেবল হত্যা, ডিমলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

ছবি: প্রতিদিনের সংবাদ

গত বছরের ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশ কনস্টেবল আমিরুল হক পারভেজ হত্যা মামলার অন্যতম আসামিকে নীলফামারীর ডিমলা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) ভোরে ডিএমপির ডিবি পুলিশ ও নীলফামারীর ডিমলা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর ইসলামকে (৩৫) গ্রেপ্তার করে। আলমগীর ডিমলা উপজেলার বাবুরহাট পোস্ট অফিস মোড়ের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম।

এদিকে, আলমগীরের পরিবারের পক্ষে সাংবাদিকদের জানানো হয়, পুলিশ ভোরে এসে বাড়ি থেকে আলমগীরকে তুলে নিয়ে গেছে। কোন মামলায় নেওয়া হয়েছে তা বলেনি।

অপরদিকে, ডিমলার বিএনপির একাধিক নেতাকর্মী জানান, পুলিশ আলমগীরকে ধরে নিয়ে গেছে। এক প্রশ্নের জবাবে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন, আলমগীর বিএনপির সমাবেশে ঢাকায় উপস্থিত ছিল।

সূত্রমতে, রাজধানীতে পুলিশ কনস্টেবল আমিরুল হক পারভেজকে পিটিয়ে হত্যার সময় পুলিশের সংগ্রহকৃত ছবিতে ডিমলা উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর ইসলামকে স্পষ্টভাবে দেখা গেছে।

তবে এ বিষয়ে ডিএমপির ডিবি পুলিশের পক্ষে নীলফামারী পুলিশ সুপার গোলাম সবুর সাংবাদিকদের জানান, আসামিকে ঢাকায় নেওয়া হচ্ছে। সেখানে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নীলফামারী,ডিমলা,স্বেচ্ছাসেবকদল,নেতা,গ্রেপ্তার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close