মারুফ আহমেদ, কুমিল্লা প্রতিনিধি

  ০৫ মার্চ, ২০২৪

সাক্কুর মালিকানাধীন হোটেলে হামলা

বোরকা পরে উঠান বৈঠকে আতশবাজি বিস্ফোরণ

ছবি : প্রতিদিনের সংবাদ

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে নগরীর বাগিচাগাঁও এলাকায় টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী মনিরুল হক সাক্কুর উঠান বৈঠকে হামলার পরপরই রেসকোর্স এলাকায় তার মালিকানাধীন হোটেল রেডরুফ ইনে হামলার ঘটনা ঘটে। সোমবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

হামলায় মেয়র প্রার্থী সাক্কুর চারজন কর্মী আহত হয়। আহতরা হলেন, মো. ফারুক, রুহুল আমিন সরকার, কবীর হোসেন ও মো. নাসির।

প্রত্যক্ষদর্শী রাকিব নামে একজন বলেন, বিকেল সাড়ে ৫টায় নগরীর নতুন চৌধুরীপাড়া এলাকায় সাক্কুর উঠান বৈঠক চলছিলো। এ সময় বোরকা পরা এক যুবক আসে তখন জনতা তাকে ধরে মারধর করেন। তার কিছুক্ষণ পরই সভাস্থলে আতশবাজি বিস্ফোরণ ঘটায়। এ সময় অন্তত ৪/৫টি আতশবাজি বিস্ফোরণ হয়।

এ ঘটনার পরপরই নগরীর রেসকোর্স এলাকায় সাক্কুর মালিকানাধীন হোটেল রেডরুফে হামলা চালায় একদল দূর্বৃত্ত। তবে এরা কারা ছিলো তাৎক্ষণিকভাবে পরিচয় পাওয়া যায়নি।

ঘটনার পর মনিরুল হক সাক্কু বলেন, আমরা উঠান বৈঠকে ছিলাম। এ সময় একটি ছেলে বোরকা ও হিজাব পরে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় ৩০/৪০ জন দা ছনি নিয়ে আসে। কারা এই হামলা করে এমন প্রশ্নে সাক্কু বলেন, এরা সরকার দলীয় লোক।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ হোসেন বলেন, ঘটনা শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করবো।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিস্ফোরণ,আতশবাজি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close