ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

  ০৪ মার্চ, ২০২৪

ভালুকা উপজেলা চেয়ারম্যান কারাগারে 

ছবি: প্রতীকী

ময়মনসিংহে যুবলীগ নেতাকে মারধরের মামলায় ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৪ মার্চ) ময়মনসিংহ ৮ নম্বর আমলী আদালতের বিচারক এ কে রওশন জাহান এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী শাহজাহান কবির সাজু জানান, চার্জশিট দাখিলের দিনে মামলার প্রধান অভিযুক্ত আবুল কালাম আজাদ স্থায়ী জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মারধরের শিকার ও মামলার বাদী যুবলীগ নেতা হুমায়ুন কবির বলেন, একজন বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে অপবাদ ও কটূক্তির প্রতিবাদে ফেসবুকে আমি একটি পোস্ট দিয়েছিলাম সেটিকে কেন্দ্র করে ২০১৯ সালের ২৩ ডিসেম্বর উপজেলা চেয়ারম্যানের উপস্থিতিতে ও তার নির্দেশে আমার ওপর হামলা চালানো হয়। ২০২০ সালের ১৬ জানুয়ারি আবুল কালাম আজাদকে প্রধান আসামি করে পাঁচজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করি।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ময়মনসিংহ,ভালুকা,উপজেলা চেয়ারম্যান,কারাগারে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close