উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
উলিপুরে শিক্ষকের অনিয়মের বিচার দাবি
কুড়িগ্রামের উলিপুর গুনাইগাছ পাইলট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরোজ ইমাম আমিনের নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (৪ মার্চ) দুপুরে বিদ্যালয়ের মূল ফটকের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, গুনাইগাছ পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক ফিরোজ ইমাম আমিন অবৈধভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হয়েছেন। এরপর থেকে নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িযে পড়েন তিনি। নিজে প্রধান শিক্ষক হওয়ার জন্য গোপনে নিয়োগ বিজ্ঞপ্তি করে প্রধান শিক্ষক হওয়ার পায়তারা করেন।
এ বিষয়ে ওই প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য পরিচয়দানকারী সোলায়মান আলী জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। এ নিয়ে বিভিন্ন সংবাদপত্রে খবর প্রকাশিত হয়। বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধনের আয়োজনের করেন।
মানববন্ধনে বক্তব্য দেন সোলায়মান আলী, আকবর আলী, রাজু আহমেদ, নজরুল ইসলাম প্রমুখ।
২০১৯ সালের ১৫ জুন গুনাইগাছ পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হোসেন অবসর গ্রহণ করেন। বিধি বহির্ভূতভাবে তৎকালীন বিদ্যালয় ব্যবস্থাপনা পর্ষদ ওই প্রতিষ্ঠানের শরীর চর্চা ও ক্রীড়া শিক্ষক ফিরোজ ইমাম আমীনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়।
পিডিএস/জেডকে