নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

  ০৪ মার্চ, ২০২৪

নন্দীগ্রামে শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা

ছবি: প্রতিদিনের সংবাদ

বগুড়ার নন্দীগ্রামে মনছুর রহমান ও জায়েদা বেগম স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদান এবং শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (৪ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে শিক্ষাবৃত্তি প্রদান কার্যক্রম আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বগুড়া জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুকল মিঞা। প্রভাষক জাকারিয়া লিটনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবনী আক্তার বানু, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. শাইখ আহম্মেদ রিংকু, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল সার্জন ডা. জাহান সাদিয়া ইভা, নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসাইন আজম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেন প্রামানিক, মনছুর রহমান ও জায়েদা বেগম স্মৃতি শিক্ষাবৃত্তি পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক মো. ইলিয়াস হোসেন, উপজেলা প্রকৌশলী শা-রিদ শাহনেওয়াজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল হক, সরকারি আজিজুল কলেজের লাইব্রেরিয়ান কামাল পাশা, সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক জামিল মাহমুদ, কৃষি উন্নয়ন ব্যাংক শাখা ব্যবস্থাপক রেজাউল করিম, সমাজসেবক গোলাম মোস্তফা গামা, সহকারী অধ্যাপক আব্দুল খালেক, প্রভাষক আব্দুর রউফ উজ্জল, কেজি একাডেমির প্রধান শিক্ষক আব্দুল হাই প্রমুখ।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বগুড়া,নন্দীগ্রাম,শিক্ষাবৃত্তি,সংবর্ধনা,শিক্ষার্থী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close